রাজনগরে আ’লীগের উপজেলা সভাপতিসহ আটক ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৪, ৪:৫৪:২৮ অপরাহ্ন

রাজনগর মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : পুলিশের বিশেষ অভিযানে রাজনগরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী ইমানি (৭৫), সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহিদ বাচ্চু (৬০), সহসভাপতি তছকির খানসহ ৫ জনকে আটক করেছে রাজনগর থানার পুলিশ। মৌলভীবাজার সদর থানায় ৪ আগস্টের ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক বাকি দু’জন হলেন- পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামের আওলাদ হোসেন (৪০) ও একই ইউনিয়নের জালালপুর গ্রামের উকিল আলী (৬০)।
আজাদ মিয়া ও তছকির খানকে গতকাল বিকেলে তাদের বাড়ি কর্ণিগ্রাম থেকে আটক করে রাজনগর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে বাচ্চু, উকিল ও আওলাদকে আটক করে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করে রাজনগর থানার পুলিশ। শুক্রবারের অভিযানে আটক হওয়া নেতাদেরকেও মৌলভীবাজার সদর থানায় পৌঁছে দেওয়া হয়েছে।