সুবিধাবঞ্চিত মানুষদের এক টাকায় পূজার পোশাক দিলো ‘শাশ্বত ৯২’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৪:১৩:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পূজার দিনকে রঙিন করতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘শাশ্বত ৯২ বন্ধু ফোরাম’। তারা সিলেট সদর উপজেলার সাহেববাজারের কালাগুল চাবাগানে শিশু, বিধবাসহ একশ’ জন মানুষের মধ্যে পূজার পোশাক তুলে দিয়েছে। তবে সেটি দান নয়, দেয়া হয়েছে এক টাকার বিনিময়ে।
গতকাল শনিবার সকালে এই পূজার পোশাক তাদের হাতে তুলে দেয়া হয়। তার মধ্যে ৪৭ জন বিধবা মহিলা, ২৫ জন সধবা নারী এবং ২৮ জন পুরুষকে দেয়া হবে পূজার পোশাক। তারা সবাই এক টাকার বিনিময়ে এই পোশাক গ্রহণ করবেন। এই একশ’ জনের বাইরে আরো ৩০ শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে শিক্ষাসামগ্রী। তার মধ্যে রয়েছে স্কুলড্রেস, খাতা-কলম, পানির বোতল এবং খাবার।
মাত্র এক টাকার বিনিময়ে পূজার পোশাক পেয়ে খুশি চা-শ্রমিক পরিবারের মানুষজন। তারা এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখারও আহবান জানিয়েছেন। তাদের মতো খুশি স্কুলপড়–য়া ক্ষুদে শিক্ষার্থীরা। বই খাতাসহ অন্যসামগ্রী সম্পূর্ণ ফ্রি পেয়ে তারা উচ্ছ¡সিত।
গতকাল শনিবার সিলেট সদর উপজেলার কালাগুল চা বাগানে নামমাত্র ম‚ল্যে এক টাকার বাজারের উদ্বোধন করেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রঞ্জিত নায়েক রঞ্জু, সুশীল সমাজের প্রতিনিধি সোহাগ ছত্রী, মঙ্গল চাষা, গৌরাঙ্গ পাত্র, পুরোহিত মাধব চক্রবর্তী এবং ‘শাশ্বত ৯২ বন্ধু ফোরাম’ এর সদস্য ও পরিবার বর্গ।