লিডিং ইউনিভার্সিটিতে “একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৪, ৪:৫১:৫২ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে নতুন নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের জন্য ‘একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত কর্মশালায় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্ল্যানিং এর উপদেষ্টা অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া সভাপতিত্ব করেন। লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এর পরিচালক ড. মো. রেজাউল করিম এবং অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সমন্বয়ে সর্বমোট চারটি সেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেশনে ‘পেডাগজি’ বিষয়ক বিস্তারিত আলোচনা নিয়ে কর্মশালার সূচনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্ল্যানিং এর উপদেষ্টা অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া। অনূষ্ঠানের দ্বিতীয় সেশনে ‘বøুম ট্যাক্সোনমি এন্ড কুএসচান পেপার সেটিং’ এর উপর গুরত্বপূর্ণ তত্ত¡ প্রদান করেন কলা আধুনিক ভাষা অনুষদের ডিন এবং লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এর পরিচালক ড. মো. রেজাউল করিম। ‘ইনভিজিলেশন, ইভালুয়েশন ও গ্রেড শিট পিপারেশন’ সেশনে শিক্ষকদের পরীক্ষা কক্ষে ইনভিজিলিশন এবং রেজাল্টশিট তৈরি বিষয়ক সেশন উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা। পরিশেষে ‘ডিসিপ্লিনারি মেটারস’ শীর্ষক সেশনে বিশ্ববিদ্যালয়ের অনুশাসন এবং নিয়মনীতি সম্পর্কিত বিষয় উপস্থাপনা করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধাপক এবং লিডিং ইউনিভার্সিটির সহকারী প্রক্টর কাজী মো. জাহিদ হাসান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত সকল প্রভাষকগণ অংশগ্রহণ করেন।