ওপার থেকে বুবু টেলিফোনে নসিহত করছেন, সাহস থাকলে দেশে আসেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৪:১৯:২১ অপরাহ্ন
—–মুহাম্মদ সেলিম উদ্দিন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বিরোধী রাজনীতিবিদদের শায়েস্তা করার জন্য আয়না ঘর বানিয়েছিলেন। আমরা এখন তাকে সেই আয়নার ঘরে রাখতে চাই। ওপার থেকে বুবু এখন টেলিফোনে নসিহত করছেন। সাহস থাকলে দেশে আসেন। গতকাল রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের মাঠে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে মুহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, আগামীর বাংলাদেশ কারা চালাবে, ছাত্ররা তার একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছে। আমার গ্রামের একটা কৃষক ভাইয়ের ছেলে, আমার গ্রামের একটা শ্রমিক ভাইয়ের ছেলে-যদি যোগ্যতার বলে চাকুরি পায়, তার কাছে এক টাকার ঘুষ দাবি করবে-এমন সরকার বাংলার মাটিতে আমরা বরদাশত করব না। বিশ্বনাথ পৌর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ আবদুস সোবহানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা দক্ষিণ জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী হাফেজ নাজমুল ইসলাম এবং অফিস সেক্রেটারী আব্দুল কাইয়ুম। এছাড়া মাহফিলে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান, নায়েবে আমীর এইচএম আখতার ফারুক, উপজেলা জামায়াতের এসিট্যান্ট সেক্রেটারী আব্দুল মুকসিদ আক্তার, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি শাহিন আহমদ রাজু, উপজেলা ছাত্র শিবির উত্তরের সভাপতি মতিউর রহমান, পশ্চিমের সভাপতি আবু তাহিদ, পৌর শিবিরের সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।