শাহপরাণে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিম জব্দ আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৪:৫৬:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহপরাণে একটি প্রাইভেটকার থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিম জব্দ করেছে পুলিশ। গত শনিবার বিকেলে প্রাইভেট কারটি পুলিশের গাড়ী দেখে দ্রæত গতিতে পালানোর সময় শাহপরাণ (রহ.) মাজার গেইট সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লেগুনা গাড়ীকে পিছন দিক হতে ধাক্কা মারে। এরপর পুলিশ ও স্থানীয় জনতা প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করলেও পালিয়ে যায় কারের চালক। আটক ব্যক্তির নাম ফয়জুল হাসান (৪৮)। তিনি জৈন্তাপুরের হেমু নয়াগ্রামের মৃত কুদরত উল্লার পূত্র। এসময় প্রাইভেটকারের ভেতর থেকে ৪ হাজার ৩০০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৪ হাজার টাকা। এ ঘটনায় শাহপরাণ থানার এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে আটক ও পলাতক উভয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।