সাবের হোসেন চৌধুরী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৫:০৬:২৬ অপরাহ্ন

ডাক ডেস্ক: সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পরিবেশ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তালেবুর রহমান জানান, ডিবির একটি দল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সারাদেশে অসংখ্য মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধেও শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়েছেন বিগত সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্য। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। সাবের হোসেন ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের নৌ-পরিবহন ও পরে স্থানীয় সরকার উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ১৯৯৬ সালের ৪ জুলাই থেকে ২০০১ সালের ১৯ আগস্ট পর্যন্ত বিসিবি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।