সুনামগঞ্জে আ’লীগের ১১ জনসহ গ্রেফতার ২৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৪, ৫:২০:৪০ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় একদিনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র মোহাম্মদ আলী। তিনি জানান, সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেফতার ১১ জন হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফখরুল মিয়া তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. খসরু মিয়া, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক মো. আলী আকবর, উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছদরুল হক, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মজিবুল রহমান রিপন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শুকুর আলী ভ‚ঁইয়া, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মো. আবুল আজাদ, ছাতক উপজেলার ছৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুস ছালাম ও মো. বকুল মিয়া। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জিআর ওয়ারেন্টভুক্ত একজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৮ জনসহ অন্যান্য মামলায় ৩ জন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় এক জনসহ মোট ২৫ জন আসামি গ্রেফতার করা হয়।