কোম্পানীগঞ্জে তিনটি বিষধর ‘পংকি আলদ’ ধরলেন সর্পরাজ ইব্রাহিম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪, ৪:২৯:৩৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সর্পরাজ ইব্রাহিম আলী এবার সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ‘পংকি আলদ’ নামে তিনটি বিষধর সাপ ধরেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার কাঁঠালবাড়ি এবং তেলিখাল গ্রাম থেকে সাপগুলো ধরা হয়। সুনামগঞ্জের সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিমের পেশা ও নেশা সাপ ধরা। সাপ ধরে জীবিকা নির্বাহ করেন তিনি। সাপের সন্ধানে ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সেই সাথে লতা-পাতা দিয়ে নিজের তৈরি রোগ নিরাময়কারী ভেজষ দিয়ে মানুষের উপকার করে আসছেন তিনি। সুনামগঞ্জের বাসিন্দা হলেও ইব্রাহিমের জন্ম ভারতের আসাম রাজ্যে। তার পিতা তাহের আলীও ছিলেন ওঝা ও কবিরাজ। ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে গূণমন্ত্রের বিভিন্ন বিষয়ে প্রাথমিক জ্ঞানলাভ করেন তিনি। পরে ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাখ্যায় (পানামং মায়ারাজ্য) সর্প বিদ্যা ও তন্ত্র-মন্ত্রে একাধারে ১৮ বছর প্রশিক্ষণ নেন তিনি। তার গুরু আসামের সামলাল গারওয়ালি ন্যাংটা নাগার কাছ থেকে গূণমন্ত্র শিখেন ইব্রাহিম। এরপর ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে নিজ দেশে ফিরে আসেন ইব্রাহিম। ইব্রাহিম অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিষধর সাপ কিং কোবরা, কোবরা, পংকি আলদ, সূর্যমুখী, মাছুয়া আলদ, গাছুয়া আলদ, দুধরাজ, কেরেট আলদসহ বিভিন্ন প্রজাতির সাপ ধরে দেশব্যাপী পরিচিতি লাভ করেন। যে কোন প্রজাতির সাপ নিজের বশে আনতে ইব্রাহিম পারদর্শী।