চিকিৎসা সহায়তা চেয়েছেন হেপি বেগম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪, ৪:৩২:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুলতানা বেগমের স্বামী একসময় রিকসা চালক ছিলেন। বর্তমানে রিকসা না থাকায় একটি চায়ের স্টলে কাজ করেন। তাদের সংসারে রয়েছে দুই মেয়ে এবং এক ছেলে। নুন আনতে পানতা ফুরায়-এমন অবস্থার মধ্যে কিছুদিন আগে চর্ম রোগ থেকে তার স্কিন ক্যানসারের লক্ষণ দেখা দিয়েছে। চিকিৎসকরা ওষুধপত্র দেয়ার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। কিন্তু এই পরীক্ষা করানোর মতো টাকা সুলতানা বেগমের কাছে নেই। এ অবস্থায় তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
পুরো নাম নিগার সুলতানা হেপি (৩৫)। নগরীর চৌকিদেখী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন পরিবার নিয়ে। এক মেয়ের চোখে চশমা ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। টাকা না থাকায় চশমাটাও দেয়া হয়নি। এখন চোখের সমস্যাও আরো বাড়ছে মেয়েটির। তার মধ্যে নিজের অসুস্থতা। কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। সিলেটের ডাক বার্তাকক্ষে এসে নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেছেন, কেউ সহযোগিতা করলে তিনি পরীক্ষা করাবেন, ডাক্তারের কাছে যাবেন। নইলে কিছুই হয়তো হবে না। নিগার সুলতানা একটি বিকাশ নম্বর (০১৭৯৮০২৫২৭২) দিয়েছেন। হৃদয়বান কেউ সহযোগিতা করলে হয়তো তার চিকিৎসা হবে, ওষুধ কিনে খাবার ভরসা হবে। নইলে বিনা চিকিৎসায় অপেক্ষায় অপেক্ষায় দিন যাবে তার। একটি চশমাও কেনা হবে না মেয়েটির জন্য।