সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ডায়ালাইসিস রোগীর সন্তান প্রসব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৫:৫৬:২৬ অপরাহ্ন

মানবিকতার এক উদাহরণ বলে মনে করেন সংশ্লিষ্টরা
ডাক ডেস্ক : সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ডায়ালাইসিসের একজন রোগী সন্তান প্রসব করেছেন। বাচ্চার বয়স ১৫ দিন অতিবাহিত হয়েছে। মা-ছেলে বাড়িতে চলে গেছেন এবং আগামী সপ্তাহ থেকে বাচ্চার মা পুনরায় ডায়ালাইসিস গ্রহণ করবেন। এ ঘটনা মানবিকতার এক উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী জানান, সিলেটের এই রোগী দীর্ঘদিন ধরে কিডনি ফাউন্ডেশনে নিয়মিত ডায়ালাইসিস সেবা নিচ্ছিলেন। তার কিডনী নষ্ট ছিল, তিনি ডায়ালাইসিস সেবার ওপর নির্ভরশীল। তিনি সুস্থভাবে সন্তান প্রসব করেছেন। এই ঘটনা শুধু সিলেট নয়, গোটা দেশের চিকিৎসা সেবায় এক আশার আলো সৃষ্টি করেছে বলে জানান তিনি। সংশ্লিষ্টরা জানান, সিলেট কিডনি ফাউন্ডেশনের সভাপতি ও ফিলাডেলফিয়ার টেমপল হাসপাতালের কিডনি বিভাগের অধ্যাপক ডা. জিয়া উদ্দীন আহমেদের নির্দেশনায় কিডনি ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স দল এই রোগীর চিকিৎসা ও সেবা প্রদান করেন। ডা. নজমুস সাকিবের তত্ত¡াবধানে এবং ডায়ালাইসিস ইউনিটের চিকিৎসক এবং অন্যান্য সকলে মিলে একটি টিম গঠন করে শেষের দিকের চারমাস রোগীকে প্রতিদিন ডায়ালাইসিস দেয়া হয়। এই খরচ সম্পূর্ণ কিডনি ফাউন্ডেশন বহন করে। ওই রোগীর বাড়ি শহরের বাইরে হওয়ায় তাকে শহীদ ডা. শামসুদ্দীন আহমদ হাসপাতালে ওয়ার্ডে স্থানান্তর করা হয় এবং সেখানে গাইনি চিকিৎসক ডা. নাজমার ফলোআপে রাখা হয়। গর্ভাবস্থার প্রতিটি ধাপে তাকে নিবিড় পর্যবেক্ষণ এবং সপ্তাহে ৬ দিনেই ডায়ালাইসিস দেয়া হয়। উন্নত চিকিৎসা সেবা রোগীকে সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানান সংশ্লিষ্টরা। সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সূত্রে জানা গেছে, গর্ভাবস্থায় ডায়ালাইসিসের সময়সূচি এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থাপনা রোগীর অবস্থা অনুযায়ী নিয়মিত সামঞ্জস্য করা হয়েছে। ওই রোগীর আরো তিন সন্তান আছে এবং তারা সব সিজারিয়ান। কিন্তু এই শিশুটি নর্মাল ডেলিভারিতে প্রসব করানো হয়। কিডনি ফাউন্ডেশন সিলেটের এই ঘটনা সারা দেশের চিকিৎসক ও রোগীদের অনুপ্রাণিত করবে। এই মানবিক ঘটনার মাধ্যমে কিডনি রোগী ও তাদের পরিবারের জন্য আশার আলো তৈরি হয়েছে। সিলেট কিডনি ফাউন্ডেশন আন্তর্জাতিক মানের সেবা প্রদান ও মানবিক দৃষ্টি দিয়ে এবং কম বা বিনা খরচে সেবা দেবার জন্য কাজ করে যাবার ভূমিকা রাখতে বদ্ধপরিকর। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, এর আগে ঢাকার কিডনি ফউন্ডেশন হাসপাতালে একজন রোগীর বাচ্চা প্রসব সম্ভব হয়েছে। তবে, তাকে এক দিন পর পর ডায়ালাইসিস করা সম্ভব হয়েছিল। চট্টগ্রামে বেশ কয়েক বছর আগে দুজন সন্তান প্রসব করেন কিন্তু তাদেরকেও রোজ ডায়ালাইসিস দেয়া সম্ভব হয়নি।