চারখাই ইউনিয়ন বিএনপির জনসভা -------------------আবুল কাহের চৌধুরী শামীম
গণহত্যাকারী ও গণতন্ত্র ধ্বংসকারীদের পুনর্বাসন নয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৫:০৮:৫৫ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদী ফের মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। গণহত্যাকারী ও গণতন্ত্র ধ্বংসকারী আওয়ামী লীগকে এই দেশের রাজনীতিতে আর পুনর্বাসনের সুযোগ দেয়া উচিত নয়। গণহত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীদের রাজনীতি নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে। তিনি দ্রুত সংস্কার শেষে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহবান জানান।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিপলু আহমদের সভাপতিত্বে, বর্তমান সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী ও বাবর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সাবেক আহবায়ক জিয়াউল বারি চৌধুরী শাহীন, জেলা বিএনপির সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন। বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন সৈয়দ মুয়াজ্জেম হোসেন, ফয়জুর রহমান, কয়েছ আহমদ, বাহার উদ্দিন চৌধুরী, শামিম আহমদ চৌধুরী, মুকিত আহমদ, রানা আহমদ, সুমন আহমদ চৌধুরী, আফজল আহমদ, রাজা আহমদ, অলি আহমদ, এমরান আহমদ প্রমুখ।
সভায় চারখাই ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি