১৭ বছর পদবঞ্চিত
ওসমানীর নিউরোসার্জারির নতুন বিভাগীয় প্রধান ডা: মোস্তফা তৌফিক আহমদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৫:০৬:১৮ অপরাহ্ন
ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল : সিলেট ওসমানী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে গত বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করলেন সহযোগী অধ্যাপক ডা: মোস্তফা তৌফিক আহমদ। তিনি প্রাক্তণ বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: মো: রাশিদুন্নবী খান-এর স্থলাভিষিক্ত হলেন।
জানা যায়, গত সপ্তাহে সরকারের এক আদেশ বলে ডা: মো: রাশিদুন্নবী খানকে অন্য মেডিকেল কলেজে বদলী করা হয়। ফলে পদটি শূন্য হলে তার স্থলে সহযোগী অধ্যাপক ডা: মোস্তফা তৌফিক আহমদকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়া হয়।
একটি সূত্র জানায়, ডা: রাশিদুন্নবী খান ২০১২ সাল থেকে বিভাগটির বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। অপরদিকে, নতুন বিভাগীয় প্রধান ডা: মোস্তফা তৌফিক আহমদ গত আওয়ামী সরকারের বিপরীতমুখী বিএনপি ঘরানার হওয়ায় ২০০৭ সালে নিউরোসার্জারিতে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করলেও গত ১৭ বছর ছিলেন পদ বঞ্চিত।
কলেজ সূত্রে জানা গেছে, তার নিজের অধীত মেডিকেল কলেজে চাকুরির জন্য প্রথমে এলেও স্বীয় বিভাগের পরিবর্তে তাকে নিয়োগ দেয়া হয় কলেজের বেসিক সাবজেক্টের একটি বিভাগে, ফলে রোগীরা বঞ্চিত হয় তার সেবা থেকে। রাজনৈতিক বিদ্বেষপ্রসূত হয়রানিমূলক বিবেচনাতেই এটি করা হয়। যার ফলে ১৩ বছর তাঁকে বসার রুম দেয়া হয়নি।
ডা: মোস্তফা তৌফিক আহমদ সিলেট বিভাগের স্বনামখ্যাত ব্যক্তি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন প্রাক্তণ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, প্রাক্তণ রাষ্ট্রদূত, সচিব, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, লেখক এবং টিভি টক-শো ব্যক্তিত্ব মোফাজ্জল করিম এর একমাত্র মেয়ের জামাতা হওয়াতে তার ওপর দমন-পীড়নটা একটু বেশি হয়।