সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৫:১৩:১৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন আজ শনিবার দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হবে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এবার নির্বাচনে ১৫টি পদে ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯৫৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে ২বার এ নির্বাচন স্থগিত হয়েছিল বিভিন্ন কারণে। এ ব্যাপারে এ নির্বাচনের নির্বাচন উপ-পরিষদের প্রধান নির্বাচন কমিশনার রনজিত দত্ত আজ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।