পুলিশ-বিজিবির অভিযান
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ অস্ত্র-টাকা উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৬:৪৭:০৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ পিস্তল, ৮ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। উদ্ধার হওয়া পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। গতকাল শুক্রবার ও এর আগেরদিন বৃহস্পতিবার সিলেটের কোম্পানীগঞ্জ, সীমান্ত এলাকার বিভিন্ন স্থান ও নগরীতে এসব অভিযান করা হয়। এ সময় আটক করা হয় নারীসহ ৩ জনকে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালেরপাড় গ্রামে অভিযান চালিয়ে হোছনা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ। আটক হোছনা বেগম গৌখালেরপাড় গ্রামের কাছাব আলীর স্ত্রী। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, হোছনা বেগমের ঘর থেকে বিদেশি পিস্তল, পাঁচ কেজি গাঁজা ও নগদ ৮ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত।
এছাড়াও বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, শীতের কম্বল, চিনি, শুঁটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশি রসুনসহ ১ কোটি ২১ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়। ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এদিকে এয়ারপোর্ট থানা পুলিশ সুবিদবাজার এলাকা থেকে ২ হাজার ৯৬০ কেজি ভারতীয় চিনি ও চোরাচালান কাজে ব্যবহƒত ১টি কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করে। উদ্ধার হওয়া চিনির বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকা। আটক সজল আহমদ রিফাত নগরীর শিবগঞ্জ এলাকার বাসিন্দা।
এছাড়া জালালাবাদ থানা পুলিশ ভারতীয় ৫০ হাজার টাকার চিনিসহ ১টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ চালককে আটক করেছে। চালক ইসমাইল আলী কোম্পানীগঞ্জের শিলেরভাঙা গ্রামের বাসিন্দা।