সিলেটের ডাক মাল্টিমিডিয়ার স্টুডিও উদ্বোধন
আমৃত্যু শিল্প, সংস্কৃতির পৃষ্টপোষকতা করে যাবো ঃ দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৬:৩০:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের ডাক মাল্টিমিডিয়া যাত্রা শুরু করতে যাচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দৈনিক সিলেটের ডাক কার্যালয় সংলগ্ন মাল্টিমিডিয়া স্টুডিও উদ্বোধন করেন শিক্ষা, চিকিৎসাসহ দেশ বিদেশে মানবসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বরেণ্য শিল্পপতি, দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক মন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলী
উদ্বোধনের পর সংস্কৃতি কর্মী নাহিদা খান শর্মি তাঁর একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকারে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, সময়ের প্রেক্ষাপটে সাংবাদিকতায় অনেক পরিবর্তন এসেছে। এখন ডিজিটাল কৌশল প্রয়োগের ওপর গুরুত্ব বেড়েছে। তিনি বলেন, সিলেটের ডাক মাল্টিমিডিয়া আমাদের শিল্প, সংস্কৃতি, খেলাধুলার পাশাপাশি যুগোপযোগী বিষয় নিয়ে অনুষ্ঠান প্রচার করে দর্শকদের চাহিদা পূরণ করবে বলে আমার বিশ্বাস। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা ও সংবাদপত্রের সেবায় আমৃত্যু পৃষ্টপোষকতা করে যাবেন জানান।
মাল্টিমিডিয়া স্টুডিও উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সিইও সাবেক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক, লিডিং ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বশির আহমেদ ভূইয়া, আকবেট এর কান্ট্রি ডাইরেক্টর আসাদুজ্জামান সায়েম, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সিইও দেওয়ান সাকিব আহমদ প্রমুখ। দৈনিক সিলেটের ডাক এর সার্কুলেশন প্রধান স্বপন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিবন্ধী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাসুদ আহমেদ।