জিন্দাবাজারে ব্যবসায়ী হত্যার
সাড়ে ৩ মাস পর প্রাইভেট কার মালিক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৪:০২:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর জিন্দাবাজারে প্রাইভেট কার চাপায় ব্যবসায়ী মারুফ আহমদ সিফাত (৩৫) হত্যার ঘটনায় প্রাইভেট কারের মালিক আমিরুল ইসলামকে (৪৪) আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে জিন্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিরুল মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম ধরকাপন গ্রামের কনর মিয়ার পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন রিশাত আমিরুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেটের ডাককে বলেন, কার চাপায় সিফাত হত্যার ঘটনায় আমিরুলকে আটক করা হয়েছে। যে প্রাইভেট কার চাপায় সিফাতকে হত্যা করা হয়েছে আমিরুল ওই কারের মালিক। কখনো আমিরুল নিজে আবার কখনো তার শ্যালক প্রাইভেট কার চালাতেন। বিষয়টি সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল শনিবার রাত দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছিল।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই জিন্দাবাজারের শ্যামলী মার্কেটের সামনে প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৩-৩২৬৬) চাপা দিয়ে সিফাতকে হত্যা করা হয়। নিহত সিফাত নগরীর কাজিটুলা উচাঁসড়কের মৃত আজগর আলীর পুত্র। এ ঘটনায় নিহতের মামা খলিলুর রহমান বাদী হয়ে পরদিন ৩১ জুলাই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-৫৫।