এন্টিগা টেস্ট
ম্যাচ ফ্যাক্টস বদরুদ্দোজা বদর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৪:৩৯:১৯ অপরাহ্ন
টস জিতে ফিল্ডিং নেয়ার পর তাসকিনের ঝলকে বাংলাদেশের শুরুটা হয়েছিল অসাধারণ। দলের ২৫ রানে ওপেনার ক্যাপ্টেন ব্রেথওয়েটকে এলবিডব্লিউ করার পর ওয়ান ডাউনে খেলতে নামা কেচি কারটিকে শূন্য রানে ফিরিয়ে দেন ঐ ২৫ রানেই।
৮৪ রানে কেভাম হগ রান আউট হলেও মিকাইল লুইস ও এলিক এথানজে দলের স্কোর নিয়ে যান ২২৪ রানে। এ সময় সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে মেহদি মিরাজের বলে আউট হয়ে যান লুইস। ২২৮ রানে স্কোরে এযানজে ৯০ রান করে তইজুলের বলে আউট হয়ে যান।
দিনশেষে ৫ উইকেটে ২৫০ রান করে খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের খেলা শুরু করে ২৫৩ ও ২৬১ রানে আরো ২টি উইকেট হারায় ক্যারিবিয়ানরা। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং বাংলাদেশকে অনেকটাই ফিরিয়ে আনে খেলায়। কিন্তু জাস্টিন গ্রিভস ও কেমার রুচ তখন প্রতিরোধ গড়ে তুলেন।
টাইগার বোলারদের দৃঢ়তার সাথে মোকাবেলা করে লাঞ্চ ব্রেক পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর নিয়ে যান ৩৩৬ রানে। অসাধারণ ব্যাটিং করে গ্রিভস ৬৩ রানে ও কেমার রুচ ১৯ রানে অপরাজিত আছেন। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলছেন গ্রিভস। আর এটাই তার প্রথম ফিফটি।