কোম্পানীগঞ্জে জামায়াতের শিক্ষা শিবিরে মাওলানা হাবিবুর রহমান
ইসলামের সু-মহান দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৫:১২:৪৮ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ২য় দফায় বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। ইসলামের সু-মহান দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে হবে।
গতকাল শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবু তোরাবের পরিচালনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মাসুক আহমদ, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য নাজমুল ইসলাম, উপজেলা নায়বে আমীর মাওলানা রফিক আহমদ, সাবেক আমীর মুহাম্মদ আজমান আলী, উপজেলা সহকারী সেক্রেটারি জুয়েল আমিন,বায়তুল মাল সেক্রেটারি মাওলানা সিদ্দীকুর রহমান, উপজেলা পেশাজীবি শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম, যুব বিভাগ সেক্রেটারি ইকবাল হোসেন ইমাদ। উপস্থিত ছিলেন এডভোকেট বদরুল আলম, চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু,জাকির হোসেন, হাজী জমশীদ আলী,আবু জাফর দোলন,রহিম উদ্দিন, আজিজুর রহমান,ডা.সাইফুল ইসলাম,মাওলানা আমিনুল ইসলাম,সফির উদ্দিন,মাওলানা শামসুল ইসলাম,উপজেলা শিবির সভাপতি রেদোয়ান আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি।