শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৫:১৬:৩৯ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি (মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ.) শায়খুল হাদীস মাওলানা হাফেজ মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত শুক্রবার রাত সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলা সদরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। রাত ১১টায় নিজ বাড়িতে তিনি স্ট্রোক করেন। হাসপাতালে নেয়ার পর তাঁর মৃত্যু হয়। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মাওলানা হাফেজ মনসুরুল হাসান রায়পুরী ছিলেন দেশের প্রবীণ শীর্ষ আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও লেখক।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, শীর্ষ আলেম উলামারা শোক প্রকাশ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ব্যক্তিগত জীবনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা উবায়দুল হক রহ.-এর জামাতা। তাঁর পিতা শায়খ হাবিবুর রহমান রায়পুরী রহ. ছিলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শাইখুল ইসলাম সাইয়েদ হোসেন আহমদ মাদানী রহ.-এর ঘনিষ্ঠ শিষ্য ও খলিফা।
গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুরে নিজ বাড়ি সংলগ্ন মসজিদে জানাজা শেষে তাঁর পিতা মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ.-এর কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বেফাকের সহ-সভাপতি, সিলেটের গওহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, জমিয়ত যুগ্ম-মহাসচিব মাওলানা রশিদ আহমদ বিন ওয়াক্কাস, যুগ্ম-মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইস খান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এম. এ কাশেম ইসলামাবাদী, সহ সাংগঠনিক সম্পাদক ও জামালগঞ্জ উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান হাফিজ রশিদ আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম, ঢাকা মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা নাছির উদ্দিন, ঢাকা মহানগরী জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি আতাউর রহমান খাঁন, যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতী রিদওয়ানুল বারি সিরাজী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি সুহাইল আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী নিজাম উদ্দিন আল আদনান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি হাফেজ খালেদ মাহমুদ প্রমুখ। মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ. এর সাহেবজাদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর সাবেক সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী নেত্রকোণা জেলার কলমাসিন্দুর টাইটেল মাদরাসায় মুহাদ্দিস হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি দেশের বিভিন্ন মাদরাসায় হাদীসের খেদমত আঞ্জাম দেন। মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে এছাড়াও শোক প্রকাশ করেছেন, সিলেট মহানগর জামায়াতের আমীর ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়ের, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
শান্তিগঞ্জ জমিয়তের শোক ঃ শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বাংলাদেশ জমিয়তের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ।
গতকাল শনিবার বিকেলে এক শোক বার্তায় শান্তিগঞ্জ জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, যুব বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।