----কলিম উদ্দিন আহমেদ মিলন
খুনি হাসিনা ও তার দোসরদের বিচার এ দেশের মাটিতেই হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৪:২৪:০৫ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিএনপি চায় দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ-সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন জাতিকে উপহার দেয়া। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এটাই বিএনপির প্রত্যাশা।
তিনি বলেন, রাজপথে দীর্ঘ লড়াই সংগ্রামের পর সর্বশেষ জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তার অনেক দোসররাও দেশ ছেড়ে পালিয়ে গেছে। যার ফলে এই দেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারছে এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সভা সমাবেশ করতে পারছেন।
গতকাল রোববার বিকেলে ছাতকের নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর বাজারে ইউনিয়নের ৪,৫,৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান। বক্তব্য রাখেন, জহুরুল হক, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আলী, গোলাম মোস্তফা, বারিক মিয়া, কুতুব উদ্দিন, মাহমুদ আলী, নাজিম উদ্দীন, রুমান তালুকদার প্রমুখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক চেয়ারম্যান শামসুল হক নমু, নজরুল ইসলাম, হাজী আব্দুল বারী, সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, জেলা বিএনপি নেতা আলতাফুর রহমান খছরু, শামসুর রহমান শামসু, শামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, জাসাসের আহবায়ক আব্দুল আলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদ, দোয়ারাবাজার উপজেলা কৃষক দলের আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ, যুবদলের আহবায়ক মাধব রায় প্রমুখ।