শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৪:৪৭:৪৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : দেশের অন্যতম শীতল স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকাল রোববার সন্ধায় মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান। তিনি বলেন, শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রোববার সকাল ৬টা এবং ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন শনিবারও এই তাপমাত্রা রেকর্ড করা হয়। হঠাৎ ঠান্ডা বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষসহ চা-বাগান এলাকার বাসিন্দাদের। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগ-সর্দি, কাশি, এ্যাজমাসহ বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একইসাথে জ্বরের প্রকোপ বেড়েছে।
শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, ‘নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এখানে কিছুটা শীত অনুভ‚ত হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই প্রচন্ড শীত অনুভ‚ত হয়। সকালবেলা পড়ে কুয়াশা। একই সাথে বইছে হিমেল বাতাস।