পাঁচটি বিসিএসের মাধ্যমে ১৮,১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৪:৫৫:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সরকার পাঁচটি বিসিএসের মাধ্যমে (৪৩ থেকে ৪৭তম) মোট ১৮ হাজার ১৪৯ জন প্রার্থীকে নিয়োগ দেবে।
গতকাল রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জন, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০ জন, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০ এবং ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া, নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএস থেকে ১ হাজার ৭৯১ জন, ৪৫তম বিসিএস থেকে ১ হাজার ৫৭০, ৪৬তম বিসিএস থেকে ১ হাজার ১১১ জন, ৪৭তম বিসিএস থেকে ৩২৫ জনসহ ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রশাসনে ১৫ বছরের একটা জঞ্জাল ছিল, সে কারণে অন্তর্র্বর্তী সরকার আসার পর প্রথম দিকে প্রশাসনে স্থবিরতা দেখা দেয়, যা এখন অনেকটাই কেটে গেছে।
সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব দিতে আরও ১ মাস সময় পাবেন উল্লেখ করে মোখলেস উর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। নতুন একটি পদ্ধতি হওয়ায় অনেকে জমা দেওয়ার কাজটি ঠিক করতে পারছেন না, সে জন্যই সময় বাড়ানো হয়েছে।
সরকার অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেবে জানিয়ে জনপ্রসাশন সচিব বলেন, বঞ্চিত যারা অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পর অল্প সময়ের মধ্যে অবসরে যাবেন তাদের গ্রেড-১ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য নতুন করে ফিটলিস্ট করা হচ্ছে।