সংবাদ সম্মেলনে প্রবাসী নারীর অভিযোগ
স্বামীর সম্পদ রক্ষা করতে গিয়ে ভ‚মি খেকো চক্রের আক্রোশের শিকার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৫:০৪:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : স্বামীর সহায় সম্পদ রক্ষা করতে গিয়ে ভ‚মি খেকো চক্রের আক্রোশের শিকার হয়েছেন যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার। ভ‚মি খেকো চক্রের হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি।
ওই চক্রটি তার ওপর মিথ্যা মামলা দিয়ে এবং অপপ্রচার চালিয়ে মূল ঘটনা আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে। গতকাল রোববার সিলেট প্রেসক্লাবে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোগলাবাজার থানার ধরপাড়া হাসামপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আলীর স্ত্রী শিউলি আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিউলি আক্তার জানান, তার স্বামীর ভ‚-সম্পদের উপর লোলুপ দৃষ্টি পড়েছে ভাসুর খোয়াজ আলীর। ক্রয় সূত্রে তার স্বামীর মালিকানাধীন দক্ষিণ সুরমার আজমতপুর মৌজার ২১২১/২১২২/২১২৩/২১২৪ নম্বর দাগে ৩৬ শতকসহ অন্যান্য দাগের মোট ৭০ শতক ভ‚মি গ্রাস করতে উঠে পড়ে লেগেছেন খোয়াজ আলী।
শিউলি আক্তার বলেন, স্বামীর সাথে যুক্তরাজ্যে অবস্থানকালে ভাসুর খোয়াজ আলী একদল সন্ত্রাসী নিয়ে গত ২৩ মার্চ আমাদের ঘরের পল্লী বিদ্যুতের মিটার জ্বালিয়ে দেন।
এর পরের মাসে তাদের ভ‚মির সীমানা নির্ধারণ করা ২৩ টি পাকা সীমানা পিলারও তুলে নিয়ে যান। কিন্তু তার ভয়ে আমরা কেউ দেশে আসার সাহসটুকুও পাইনি। রাজনৈতিক পটপরিবর্তনের পরে গত ১৭ সেপ্টেম্বর দেশে আসি।
শিউলি আক্তার অভিযোগ করে বলেন, জন্মমাটিতে আসার দুদিন পরই ১৯ সেপ্টেম্বর কারণ ছাড়াই খোয়াজ আলী আমার বসতভিটয়ায় একদল সন্ত্রাসী নিয়ে এসে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
এক পর্যায়ে খোয়াজ আলীর নেতৃত্বে শামীম আহমদ, নজরুল ইসলাম নজই, কাচাই মিয়া, সেলিম আহমদসহ সন্ত্রাসীরা আমার ঘরে ঢুকে ভাংচুর ও লুটপাট চালায়। তার মা, ভাই বোনের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় তিনি গুরুতর জখম হন।
এ সময় চাচাতো দেবর সাজ্জাদ হোসেন, ফরিদ আহমেদ, আমজাদ হোসেন লিটনকে ফোন দিলে তারা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
২১ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানান।
সংবাদ সম্মেলনে শিউলি আক্তার জানান, আমার স্বামীর ভ‚মি জবর দখল করতে খোয়াজ আলীর অপতৎপরতা সম্পর্কে স্থানীয় মোগলাবাজার থানার পুলিশকে বারবার বলার পরও কোনো সহযোগিতা পাইনি।
এমনকি, তার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও থানার ওসি সেটিকে মামলা হিসেবে রেকর্ড করেননি।
এক পর্যায়ে থানার ওসির ইচ্ছেমতো একটি এজাহার লিখে সেটিতে তার ভাই জাহাঙ্গীর আলমকে চাপ দিয়ে স্বাক্ষর নিয়ে দুর্বল ধারায় একটি মামলা রেকর্ড করেন বলে অভিযোগ করেন। এর পরদিনই হামলাকারী নজরুল ইসলাম নজই বাদী হয়ে তাদের উপর মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছেন।
এছাড়া, গত ১২ নভেম্বর সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে দেয়া মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান শিউলি আক্তার। একজন প্রবাসী হিসেবে তিনি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং নিজের জানমাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।