গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দক্ষিণ সুরমায় স্মরণসভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ৫:০৭:০৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে দক্ষিণ সুরমায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ আব্দুল মোক্তাদির মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় আন্দোলনে আহতরা সেই দিনগুলোর নির্মমতা বর্ণনা করেন। এসময় উপস্থিত লোকজন আবেগাপ্লুত হয়ে পড়েন।
আহতদের মধ্যে বক্তব্য রাখেন-এনামুল কবির, মোস্তাফিজুর রহমান নিয়াজ, খান মোহাম্মদ সামী, শায়েখ আহমদ। স্মরণসভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাব্বির আহমদ, সেক্রেটারি বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহ। ইসলামী ছাত্রশিবির মোগলাবাজার থানা পূর্বের সভাপতি আবু তাহের চৌধুরী, পশ্চিমের সভাপতি আবু ছায়েদ রায়হান, দক্ষিণ সুরমা থানা পশ্চিমের সভাপতি সুলতান মাহমুদ, উত্তরের সভাপতি মইনুল ইসলাম, সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আহমদ চৌধুরী মাজেদ, মাহফুজুর রহমান সাকের, উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক শাহিন আহমদ, যুব অধিকার পরিষদের সোহেল আহমদ, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক সাব্বির আহমদ, সদস্য সচিব মোহাম্মদ নুরুল।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ঈমাম মাওলানা ইউনুস আলী, গীতা পাঠ করেন অবনী কুমার চৌধুরী। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।