ওসমানী মেডিকেলে ১০দিন ব্যাপী টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
সুস্থ দেহ ও মন তৈরিতে খেলাধুলার বিকল্প নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৫:১৩:০৩ অপরাহ্ন
ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে গতকাল সোমবার থেকে ১০ দিন ব্যাপী আন্তঃবিভাগীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে।
‘বৈষম্যবিরোধী মিডলেভেল ডর্ক্টস্ এসোসিয়েশন’ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী।
টুর্নামেন্ট শুরুর আগে আন্তঃবিভাগীয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়বৃন্দ, অতিথিবৃন্দসহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে ব্যান্ড বাজিয়ে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে খেলার মাঠে হাজির হয়। মাঠে নির্মিত মঞ্চে সংক্ষিপ্ত খেলা পূর্ববর্তী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী মিডলেভেল ডর্ক্টস্ এসোসিয়েশন আহবায়ক ডা: মুহাম্মদ জামিল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডা: মোস্তফা তৌফিক আহমদ, ডা: সালেহ আহমদ, ডা: খালেদ মাহমুদ, ডা: নুরুল হুদা নাঈম, ডা: আহমেদ নাসিম লাভলু, ডা: মো: শুয়াইব আহমেদ, ডা: আশরাফুল ইসলাম রানা, ডা: জাহিদ হোসেন, ডা: আব্দুর রউফ মুন্না, ডা: মির্জা মোহাম্মদ মুরছালিন, ডা: তানজিমুল ইসলাম, ডা: আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।
অধ্যক্ষ ডা: জিয়াউর রহমান চৌধুরী বলেন, সুস্থ দেহ ও মন তৈরিতে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেট খেলায় স্নায়ুচাপ বেশি থাকলেও শারীরিক গঠন ও অধিক মুভমেন্টের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাছাড়া ডিসিপ্লিন-ডিসিপ্লিন বন্ডিংও বাড়ে। বর্তমানে এই বন্ধন পূর্বের তুলনায় তলানীতে নেমে এসেছে। তিনি এই ১০ দিন ব্যাপী টুর্নামেন্টের সাফল্য কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, চিকিৎসকদের দৌড়ানোর সুযোগ খুবই কম। ফলে মেদ-ভুড়ির ভয়টা বেশি থাকে। তবে ক্রিকেট খেলোয়াড়দের হাড়ভাঙা খাটুনিতে সে ভয়ের কোনো কারণই নেই। তিনি সব দলকে হারজিত যাই হোক অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন- ডা: মির্জা মোহাম্মদ মুরছালিন। এদিকে, গতকালের দু’টি খেলায় বিজয়ী দল হিসেবে মেডিসিন রয়েল্স্ ও দূরন্ত পেডিয়াট্রিক্সকে ঘোষণা করা হয়। স্কোরার হিসেবে ডা: মো: হেদায়েত হোসেন ও ডা: মির্জা মোহাম্মদ মুরছালিনকে নির্ধারণ করা হয়।