কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৫:২৫:০২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ২টায় উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ। পুলিশ জানায়, ইকবাল হোসেন ইমাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় আহত ছাত্র ইউসুফ আমীন জনির দায়ের করা মামলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে।
প্রসঙ্গত, এর আগে দক্ষিণ সুরমার মোগলাবাজার, গোলাপগঞ্জের লক্ষনাবন্দ ও লক্ষীপাশা, ওসমানীনগরের গোয়ালাবাজারসহ আরও কয়েকজন চেয়াম্যানকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়।