গুচ্ছ থেকে বের হতে শাবি শিক্ষার্থীদের মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৪, ৬:০০:৩১ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি প্রক্রিয়া আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাসে বিভিন্ন সড়কে গুচ্ছ বিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল করেন তারা।
মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলওয়ার হোসেন শিশিরের সঞ্চালনায় বক্তব্য দেন হাফিজুর রহমান, আসাদুল্লাহ আল গালিব, মোস্তাফিজুর রহমান, ফয়সাল হোসেন ও রিমকাতুল রাশেদ অথৈ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গোটা বাংলাদেশে ভর্তি প্রক্রিয়াকে সহজ করার জন্য ও শিক্ষার্থীদের আর্থিক ক্ষতি থেকে রক্ষার জন্য গুচ্ছ ভর্তি পদ্ধতির উত্থান হয়েছিল। আমরা সবাই ওই সময় গুচ্ছকে স্বাগত জানিয়েছিলাম।
কিন্তু গুচ্ছের তিন বছরের অভিজ্ঞতা বলে, গুচ্ছ যে উদ্দেশে যাত্রা করেছিল, সে উদ্দেশ্য তো পূরণ করতে পারেই নি, বরং ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বক্তব্যে আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা কোন টেস্টিং কীট না, আপনারা এভাবে আমাদের নিয়ে খেলা করতে পারেন না। আপনারা যদি কোন স্বাধীন, স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়া চালু করতে চান, আপনারা আগে ওটা নিয়ে গবেষণা, পাইলট প্রজেক্টিং করেন।
এর আগে, গত ১০ নভেম্বর বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে গুচ্ছ থেকে বের হওয়াসহ পাঁচটি দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা।