এন্টিগা টেস্ট
২০১ রানের বিশাল হার সান্ত¦না তাসকিনের ৬ উইকেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৪:৫০:২০ অপরাহ্ন
তাসকিনের অসাধারণ বোলিং ঝড়ে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংস ১৫২ রানে অল আউট হয়ে যায়। জয় লাভের জন্য বাংলাদেশের টার্গেট নির্ধারিত হয় ৩৩৪ রান। কিন্তু ব্যাটিং ব্যর্থতার মানসিকতা থেকে বের হতে পারেন নি টাইগার ব্যাটাররা। ২৩ রানে ৪ উইকেট হারানোর পর মিরাজ ও লিটন ৫৯ রানে উন্নীত করেন দলের স্কোর। এ সময় লিটন আউট হয়ে যান।
মেহদি মিরাজ ১০২ রানে আউট হওয়ার পর আবারো দিশাহারা ব্যাটাররা। ১০৮ রানে ৭ উইকেট। চতুর্থ দিন শেষে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার।
গতকাল শেষ দিনে খেলতে নেমে প্রথমেই আউট হয়ে যান হাসান মাহমুদ। জাকের আলীও ৩১ রান করার পর আলজারি জোসেফের বলে এলবিউবিøউ হয়ে যান। শরিফুল কাঁধে আঘাত পেলে ১৩২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। তিন পেসার কেমার রুচ, জেডেন সিলস্ ও আলজারি জোসেফের বোলিংয়ে শেষ হয়ে যায় টাইগারদের ব্যাটিংলাইন।
২০১৪ সালে ওডিআই ডেব্যুতে পেয়েছিলেন ৫ উইকেট। ২০২২ সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট। এন্টিগা টেস্টে শামার জোসেফ যখন বোল্ড হলেন টেস্ট ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের স্বাদ পেলেন তাসকিন। কেমার রুচকে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানে অল আউট করে তাসকিনের ক্যারিয়ার সেরা ৬/৬৪।