দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০, আটক ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৫:০১:১০ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার করিমপুর ইউনিয়নের বাঙ্গালগাঁওয়ে আইনুলা ও গয়াছ মিয়া গ্রূপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গালগাঁওয়ের এলাইছ মিয়া ও আইনুলা গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ছিল।
গতকাল সকালে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারি পুকুর সেচ দিতে যায় এক পক্ষ। এমন সময় অপরপক্ষ বাধা দিতে গেলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হন।
আহতদের মধ্যে মোস্তফা মিয়া (৬০) আফাজ উদ্দিন (৩৩) নসুর উদ্দিন (৪০) সালমান আহমেদ (২৫) দেলোয়ার হোসেন (৩২) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা নিয়েছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।