নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে মতবিনিময় সভা
দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪, ৫:২৬:২০ অপরাহ্ন
ডাক ডেস্ক : দু’বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দলের প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না। আর কেউ প্রধানমন্ত্রী হলে সরকারের অন্য কোনো লাভজনক পদে থাকতে পারবেন না।
নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বক্তব্যে এসব বিষয় উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে এ সভা হয়। সভায় ৫১টি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন।
সভার শুরুতে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার নির্বাচনব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মতো আর কোনো সরকার ক্ষমতায় এসে যেন স্বৈরাচার না হয়ে উঠতে পারে, সে জন্য এই সংস্কার।
কী ধরনের সংস্কার করলে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না, এর জন্য বিভিন্ন অংশীজনের কাছ থেকে মতামত গ্রহণ করা হচ্ছে। সবার কাছ থেকে মতামত গ্রহণ করার পর সরকারের কাছে নির্বাচনব্যবস্থা সংস্কারের প্রস্তাব করা হবে। নির্বাচনব্যবস্থায় শিক্ষার্থীরা কী ধরনের সংস্কার চান, তা তাদের কাছে জানতে চান বদিউল আলম।
এ সময় অন্তত ১৯ জন শিক্ষার্থী তাদের মতামত তুলে ধরেন। এর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আসিফ হাসান বলেন, নির্বাচনের পর যে দল ক্ষমতায় যাবে, ওই দলের সভাপতি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ, সভাপতির পাশাপাশি প্রধানমন্ত্রী হলে তিনি দলের স্বার্থ হাসিলের চিন্তা করবেন।
সেই সঙ্গে সংসদের স্পিকারও ক্ষমতাসীন দলের হতে পারবেন না। জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে হবে।
আসিফ হাসানের এসব প্রস্তাব সমর্থন করেন কি না, তা শিক্ষার্থীদের কাছে জানতে চান বদিউল আলম মজুমদার। তখন শিক্ষার্থীরা হাত তুলে সমর্থন জানান।