সৌদি হজ মোয়াল্লেমকে সিলেটে সংবর্ধনা প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৪, ৬:১৮:৫১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সৌদি হজ মোয়াল্লেম শায়খ সামী বিন মোহাম্মদ সাঈদ বিন মাহবুব বিন আব্দুর রাজ্জাককে গতকাল বুধবার উষ্ণ অভ্যর্থনা সিলেটে প্রদান করা হয়েছে।তিনি সৌদি হজ ম্যানেজমেন্ট সার্ভিস অফিস রাওয়াফ আল মিনা হজ কোম্পানির সার্ভিস অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মেসার্স সিটি ওভারসিজের স্বত্বাধিকারী এম এ হকের ব্যবস্থাপনায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট হজ এজেন্সিস এসোসিয়েশন (হাব) ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সৌদি আরবের আল হিকমা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
শায়খ সামী বিন মোহাম্মদ তার বক্তব্যে সৌদি হজ ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং বাংলাদেশি হাজীদের সেবার মানোন্নয়নে সৌদি সরকারের অবদান তুলে ধরেন। তিনি বলেন, ‘হজ একটি পবিত্র দায়িত্ব এবং আমরা এটি আরও সহজ ও সুন্দর করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’
বিশিষ্ট অতিথি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “সৌদি হজ ব্যবস্থাপনায় বাংলাদেশি হাজিদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ও সৌদি আরবের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সিলেট হাব ও আটাবকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং হাজীদের সেবার উন্নয়নে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা হজ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে করেন। আলোচনা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাব ও আটাব-এর সদস্য ছাড়াও কয়েকজন ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন।