লিডিং ইউনিভার্সিটিতে চ্যানেল ২৪ এর ‘কেমন বাংলাদেশ আমরা চাই’ প্রোগ্রাম অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৫:২৬:১১ অপরাহ্ন
ডাক ডেস্ক : আগামী জাতিগঠন এবং সামাজিক-রাজনৈতিক বিষয়ে ”GEN Z’ ‘ দের ভাবনা নিয়ে লিডিং ইউনিভার্সিটিতে চ্যানেল-২৪ এর আয়োজনে ‘GEN Z’ Channel24 TV Show অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিলো আগামীর বাংলাদেশ নিয়ে নানা প্রশ্ন। শুরুতে কেমন বাংলাদেশ আমরা চাই? নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? বা বড় হয়ে আপনারা কি করতে চান? চ্যানেল-২৪ এর উপস্থাপকের প্রশ্নের জবাবে ‘GEN Z’ শিক্ষার্থীরা বলেন, তারা সকল শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। মাদকদ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে মানুষকে সচেতন করবে। নারী শিক্ষা এবং নারীদের উন্নয়নে কাজ করবে।
সময় উপযোগী এ ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য চ্যানেল-২৪ কে ধন্যবাদ জানিয়ে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া বলেন, এখন সময় এসেছে ক্লাসরুমে ফিরে যাওয়ার। তবে জাতির যেকোন ক্রান্তিলগ্নে তাদের এগিয়ে আসার প্রস্তুতিও থাকতে হবে। তিনি বলেন, দানবীর ড. রাগীব আলীর প্রতিষ্ঠিত লিডিং ইউনিভার্সিটিতে ১৫টি ক্লাব একস্ট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর পাশাপাশি বিভিন্নভাবে সামাজিক কাজ করছে।
অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম বলেন, শিল্প বিপ্লব এবং সায়েন্টিফিক উন্নয়নে তাদের ভাবনাকে সঠিক গন্তব্যে নিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানেও নিজেদের সম্পৃক্ত করার পরামর্শও দেন তিনি।
আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম. এস. রহমান পীর বলেন, সুনাগরিক হওয়ার যে কথা আজ তারা বলেছে তা যথার্থ। মানবতা ও চারিত্রিক গঠনেও কাজ করার জন্য GEN Z এর প্রতি তিনি আহবান জানান।
তারা যেন মানবিক গুণাবলী ও সামাজিক দায়িত্ব নিয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে পারে, এ রকম পরিবেশ তৈরি করা আমাদের কর্তব্য। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যে কোন ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন দেয়া উচিত।
জুলাই-আগস্ট আন্দোলনে সফলতার পর রাষ্ট্র পরিবর্তনে GEN Z কি করছে? এমন প্রশ্নে তারা জানান, এখন তারা আন্দোলনে ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন; পাশাপাশি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করতে নিজেদের প্রস্তুত করাও এখন তাদের কাজে পরিণত হয়েছে। তারা কৃষিখাতে কাজ করে বেকারত্ব দ‚র করা, উদ্যোক্তা হওয়া, পর্যটন শিল্পে কাজ করা এবং সেবা খাতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সেবা খাতের প্রতি মনোযোগী হওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান।
কেন রাজনীতি করতে চান?
এ প্রশ্নে তারা বলেন, রাজনীতিতে যুক্ত হয়ে দেশকে সংস্কার করা, দুর্নীতি মুক্ত করা, ধর্ম নিয়ে যাতে রাজনীতি না হয় সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সঠিকভাবে কাজ করে মানসম্পন্ন শিক্ষা এবং উন্নত সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান।
কি ধরনে সংস্কার করতে চান? এমন প্রশ্নে তারা বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি না করে সমাজ ও দেশের উন্নয়নে রাজনীতি করার নৈতিকতা তৈরি করতে হবে।
বাংলাদেশের কি রকম পরিবর্তন আনতে চান? এমন প্রশ্নে তারা বলেন,
আইনের সঠিক প্রয়োগ, বাকস্বাধীনতা বা সংখ্যাগরিষ্ঠতার মতামতকে প্রাধান্য দেওয়া, পরিবেশ বান্ধব উন্নয়ন, তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল লিটারেসি থাকা, মেইন স্ট্রিমের গণমাধ্যমকে সংবাদ প্রচারের বিষয়ে আরও বেশি সচেতনতা আশা করে তারা।
নারীদের জন্য কেমন বাংলাদেশ চাই? প্রশ্নে তারা বলেন, নারীদের নিরাপত্তা, সম-অধিকার, পরিবারে সম্মান নিশ্চিত হোক এবং তাদের যেকোনো ভালো কাজকে সবার উৎসাহ দেওয়া উচিত বলে তারা মনে করেন।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। GEN Z
সবশেষে GEN Z দের পাশে থেকে দেশ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চ্যানেল২৪ টিভি শো’র উপস্থাপক।