লিডিং ইউনিভার্সিটি এবং ট্রাষ্ট ব্যাংকের মধ্যে এর পে-রোল চুক্তি স্বাক্ষর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৫:৫৯:২৮ অপরাহ্ন
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি এবং ট্রাষ্ট ব্যাংক পিএলসি এর মধ্যে পে-রোল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং লিডিং ইউনিভার্সিটির পক্ষে ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন সরকার, সিলেট কর্পোরেট শাখার ব্যবস্থাপক চৌধুরী তামান হাছিব ও প্রধান কার্যালয় হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
লিডিং ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, লিডিং ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ কবির আহমদ। চুক্তির মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক-কর্মকর্তার বেতন ও ভবিষ্যৎ তহবিলের হিসাব ট্রাস্ট ব্যাংক পি এল সি এর মাধ্যমে পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।