ওসমানী হাসপাতালে কক্লিয়ার ইমপ্ল্যান্ট
২০ জন রোগীর জন্য অত্যাধুনিক ও ব্যয়বহুল ডিভাইসের বরাদ্দপত্র প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৫:৪৯:৪২ অপরাহ্ন
মেডিকেল রিপোর্টার: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের উদ্যোগে শ্রবণ সহায়ক ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্ল্যান্টের বরাদ্দপত্র বিনামূল্যে প্রদান করা হয়েছে।
গত শনিবার দুপুরে হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ অর্থ বছরের জন্য বাছাইকৃত ২০ জন রোগীর জন্য অত্যাধুনিক ও ব্যয়বহুল ডিভাইসের বরাদ্দপত্র প্রদান করা হয়।
এর আগেও ১৫ জন জন্মাবধির রোগীকে ২০২৪ সালের জন্য বরাদ্দপত্র দিয়ে অপারেশন সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত এ কর্মসূচির আওতায় ওসমানী মেডিকেলের নাক-কান-গলা বিভাগের চিকিৎসায় এ পর্যন্ত ৮১ জন শিশুর সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে।
এসব শিশু কানে শুনতো না এবং কথাও বলতে পারতো না। বরাদ্দ কমিটির সভাপতি হাসপাতালের উপ-পরিচালক ডা: সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: জিয়াউর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: উমর রাশেদ মুনীর, কক্লিয়ার ইমপ্ল্যান্ট কর্মসূচির পরিচালক নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. এন এম নূরুল হুদা নাঈম এবং সমাজ সেবা অধিদফতর সিলেট এর উপ-পরিচালক মো: আব্দুর রফিক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক ডা: সৈয়দ নাফি মাহদী।
অনুষ্ঠানে নাক-কান-গলা বিভাগের সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, এম এস রেসিডেন্ট বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে ক্লিনিক্যাল কমিটির সদস্যরা সকাল থেকে আবেদনকৃত রোগীদের ইতিহাস, সকল রিপোর্ট এবং কান পরীক্ষা করে বাছাই সম্পন্ন করেন।
ক্লিনিক্যাল কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডা: নূরুল হুদা নাঈম, সহযোগী অধ্যাপক, ডা: মোহাম্মদ শাহ কামাল, সহকারী অধ্যাপক ডা: আব্দুল কাইয়ুম আনসারি, সহকারী অধ্যাপক ডা: কৃষ্ণ কান্ত ভৌমিক, সহকারী অধ্যাপক ডা: সৈয়দ নাফি মাহদী, আবাসিক সার্জন ডা: মো: আব্দুল হাফিজ শাফী।
কক্লিয়ার ইমপ্ল্যান্ট কর্মসূচির পরিচালক ডা: নূরুল হুদা নাঈম জন্মাবধির শিশুদের অভিভাবকদের শিগগিরই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে যোগাযোগের পরামর্শ দেন।
অপারেশন হওয়া শিশুদের কক্লিয়ার ইমপ্ল্যান্ট ল্যাবে অডিও ভারবাল থেরাপি দেওয়ার দায়িত্বে রয়েছেন- সিনিয়র স্টাফ নার্স জুবেদা বেগম, শামীমা আখতার, জুলফা আখতার, খালেদা আখতার।