খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৫:২৮:১৩ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে আমাদের যুব সমাজ ক্রমশই নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।
মাদকের ভয়াবহতা ও নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। শুধু তাই নয়, খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
তাই বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে সামর্থ অনুযায়ী পৃষ্ঠপোষকতা দেয়া সচেতন নাগরিকের কর্তব্য।
গতকাল সোমবার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার কলেজ মাঠে অনুষ্ঠিত ‘পাঁচ ইউনিয়ন চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহŸায়ক মিছবাউল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমেদ রেজা।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কালো পাথর ফুটবল টিমের সভাপতি কামরুল হাসান চৌধুরী শাহীন।
উপজেলার ৫টি ইউনিয়ন আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা ও কুড়ারবাজার ইউনিয়ন নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন- টুর্নামেন্টের পৃষ্টপোষক ও আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, চারখাই ইউনিয়ন চেয়ারম্যান ও টুর্নামেন্টের পৃষ্টপোষক হোসেন মুরাদ চৌধুরী, দুবাগ ইউনিয়ন চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক জালাল উদ্দিন, শেওলা ইউনিয়ন চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক জহুর উদ্দীন, কুড়ারবাজার ইউনিয়ন চেয়ারম্যান ও পৃষ্টপোষক তুতিউর রহমান, মাথিউরা ইউনিয়ন চেয়ারম্যান আমান উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, মুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ আল মামুন, লাউতা ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আলীনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক মনিরুজ্জামান মনির, কয়েছ আহমদ চৌধুরী, শেওলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ।
উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, সমাজসেবী গিয়াস উদ্দিন, আতাউর রহমান, হারুন আহমদ, ফয়ছল আহমদ ও আব্দুল মানিক প্রমুখ।
টুর্নামেন্টে কুড়ারবাজার ইউনিয়ন টিম চ্যাম্পিয়ন হয় ও রানার্স আপ হয়েছে চারখাই ইউনিয়ন টিম। অনুষ্ঠানে আয়োজক ৫টি ইউনিয়ন ছাড়াও উপজেলার কয়েক হাজার ক্রীড়ামোদী ফাইনাল খেলাটি উপভোগ করেন।-বিজ্ঞপ্তি