লিডিং ইউনিভার্সিটিতে আন্ত: বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা
প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৫:১৭:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বলেছেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য আসে এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস গঠন ও কৌশল সম্পর্কে জানার সুযোগ হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে ব্যবহারিক জ্ঞানও বৃদ্ধি পায়।
অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মধ্যে দিয়ে নতুন প্রযুক্তি ও জ্ঞানের সৃষ্টি হয়। তিনি প্রতিযোগিতা আয়োজনের জন্য লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স ক্লাবকে ধন্যবাদ জানান এবং ক্লাবের সাফল্য কামনা করেন।
লিডিং ইউনিভার্সিটির ইলেক্টিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইলেক্ট্রনিকস ক্লাবের আয়োজনে গতকাল বুধবার আন্তঃবিশ^বিদ্যালয় প্রতিযোগিতা ‘ইন্ট্রা ইউনিভার্সিটি কম্পিটিশন, ইলেকট্রোফিউশন’ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবন প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান আব্দুল হাই এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল্লাহ আল মামুন, বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার মধ্যে ছিল রোবো সকার, সার্কিট সলভিং, ৩ মিনিট থিসিস প্রেজেন্টেশন এবং লাইন ফলোয়ার রোবট। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘সার্কিট সলভিং’ এ বিজয়ী গ্রুপে ছিলেন শাহ রইসুল হুদা, সাগর সরকার এবং ইয়ামিন মো. হিমেল। রানার্সআপ গ্রুপে ছিলেন মোসা. ফাতেমা বেগম উর্মি, রিমা ফেগভ জেমি এবং নাজমা বেগম।
রোবো সকারে বিজয়ী টিম ‘রোবকিক টাইটান্স’ এর টীম সদস্য হিসেবে ছিলেন মো. আব্দুল মালেক ফাহিম, মিনথিয়া রহমান শাকা, মো. নায়িম হাসান শুভ, আকিবুল আলম, নূর আহমেদ, সৈয়দা আফরা রহমান এবং জান্নাতুল ফেরদৌস কেয়া।
এতে রানার্সআপ টিম ভস এর টিমের সদস্য হলো মেহরাব হুসেইন জুহান এবং আল হামজা। ইইই বিভাগের শিক্ষার্থী ফারিয়া হক ফিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইলেকট্রনিকস ক্লাবের এডভাইজার ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম।