চায়নীজ দূতাবাস কনস্যুলারের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের সাথে চায়নার সম্পর্ক জোরদারে উদ্যোগ গ্রহণ প্রয়োজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৫:২৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেছেন, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বের দাবী রাখে।
বিশেষ ক্ষেত্রে শিল্পায়ন ও বাণিজ্য ক্ষেত্রে চায়নার অভিজ্ঞতা ও অর্জনকে বাংলাদেশে প্রয়োগ ও বাস্তবায়ন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে সিলেটের সাথেও চায়নার সম্পর্ক জোরদারের উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
তিনি গত মঙ্গলবার মালনীছড়া চা বাগানস্থ তাঁর বাংলোতে ঢাকাস্থ চায়না দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ঢাকাস্থ চায়না দূতাবাসের কালচারাল কনস্যুলার লি শাওপেং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঐ দিন দানবীর ড. রাগীব আলীর সাথে মতবিনিময় করেন।
এ সময় চায়না দূতাবাসের কনস্যুলার লি. শাওপেং বলেন, চায়না বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। বিশেষ করে বাংলাদেশের পোষাক শিল্প ও ভারী শিল্পে চায়নার প্রযুক্তি ও অভিজ্ঞতার বিনিয়োগ রয়েছে।
ঢাকাস্থ চায়না দূতাবাস চা শিল্প নিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। এ লক্ষ্যে চায়না দূতাবাসে আগামী বছর সিলেটে একটি ‘চা মেলা’ আয়োজনে আগ্রহী।
এ সময় দানবীর ড. রাগীব আলী সিলেটে চায়নীজ ভাষা শিক্ষার একটি কোর্স চালুর ব্যাপারে ঢাকাস্থ চায়নীজ দূতাবাসের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ঢাকাস্থ চায়নীজ দূতাবাসের কালচারাল এটাচে কেন সাওয়েং, বাংলাদেশস্থ চায়নীজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. সাহাবুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. জায়েদা শারমীন, দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমদ, বাগানের ম্যানেজার আজম আলী, চায়নায় পিএইচডি গবেষণারত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে চায়না দূতাবাসের কনস্যুলার লি. শাওপেং-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি মালনীছাড়া চা বাগান ঘুরে দেখেন।