বৈষম্যবিরোধী আন্দোলন সিলেটে রনজিত, নাদেলসহ ১৮২ জনের নামে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৫:৩২:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে দুজন সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ৯ কাউন্সিলরসহ ১৮২ জনের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
মামলায় সিলেটের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাদেরও আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা হিসাবে আসামি করা হয়েছে ১০০ থেকে ১১০ জনকে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল মোমেনের আদালতে অভিযোগ দেন সিলেট নগরের শিবগঞ্জ খরাদিপাড়া এলাকার সৈয়দ আকরাম আল সাহান (৪২)। আদালত সেটি আমলে নিয়ে সিলেট কোতোয়ালি থানা-পুলিশকে তদন্ত করার জন্য আদেশ দেন।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (সিআর ফাইলিং) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় প্রথম ও তিন নম্বর আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ও শফিউল আলম চৌধুরী নাদেলকে।
দ্বিতীয় আসামি হিসেবে আছেন সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের সাবেক আওয়ামীপন্থি কাউন্সিলরদের আসামী করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট নগরীর কোর্ট পয়েন্ট ও সিটি পয়েন্টে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে পিস্তল, রাইফেল, বন্দুক, কাটা রাইফেল, শর্টগানসহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলা চালান।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে দা, ডেগার, কিরিচ, লম্বা চাকু, লোহার রড ও পাইপ, হকিস্টিকসহ নানা দেশি-বিদেশি অস্ত্র ছিল। তাঁদের হামলায় অনেকে আহত হন। ওই দিনের ঘটনা বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলেও প্রচারও হয়।
সিলেট কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আদালতের আদেশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় পৌঁছায়নি। আদালতের আদেশ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।