আলিয়া মাদরাসা মাঠে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল আজ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৫:৪১:২৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার থেকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির শুরু হবে।
মাহফিলটি ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মো. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
মাহফিলের প্রথম দিনের উদ্বোধনী বয়ান শুরু হবে শুক্রবার বাদ আসর। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস, হযরত মাওলানা মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম শায়খে চরমোনাই।
এছাড়াও আরো দেশ বরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন।
বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ ইসহাক আহমেদ জানিয়েছেন, মাঠজুড়ে বিশাল বড় প্যান্ডেল তৈরি করা হয়েছে। মুসল্লিদের ওয়াজ শুনার জন্য পর্দার সাথে মহিলাদের আলাদা প্যান্ডেল করা হয়েছে।
মুসল্লিদের নিরাপত্তায় প্রশাসনসহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক কাজ করছে। সার্বক্ষণিক জেনারেটরসহ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।
৩ দিনব্যাপী মাহফিলে প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।