ডা: আসাদুজ্জামান জুয়েলকে বৈষম্যবিরোধী মিডলেভেল ডক্টরস্ এসোসিয়েশনে সিওমেক শাখার সম্মাননা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৫:৫৫:১৭ অপরাহ্ন
মেডিকেল রিপোর্টার: বৈষম্যবিরোধী মিড লেভেল ডক্টরস্্ এসোসিয়েশনস, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর পক্ষ থেকে বুধবার দুপুরে ওসমানী মেডিকেলে দৈনিক সিলেটের ডাক-এর মেডিকেল রিপোর্টার, বৈষম্যবিরোধী মিডলেভেল ডক্টরস এসোসিয়েশনস ‘টি-টেন’ ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া উপদেষ্টা এবং ওসমানী মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: এস.এম আসাদুজ্জামান জুয়েলকে ক্রেস্ট প্রদান করা হয়।
ভালো রিপোর্টিংয়ের জন্য মিডলেভেল চিকিৎসক এসোসিয়েশনস এর সভাপতি ডা: জামিল আহমেদ ও সদস্য ডা: মো: হেদায়েত হোসাইন তার হাতে ক্রেস্ট তুলে দেন।
ডা: জুয়েল দৈনিক সিলেটের ডাক-এ ১৯৯২ থেকে মেডিকেল রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, বেশ কয়েকটি জাতীয় পত্রিকারও সিলেট মেডিকেল প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
১৯৮৩ সালে চট্টগ্রাম কলেজে পড়ার সময় ‘দৈনিক আজাদী ও দৈনিক নয়া বাংলা’র মাধ্যমে ডা: জুয়েলের সাংবাদিকতার হাতেখড়ি। এছাড়াও, তিনি বাংলাদেশ বেতার সিলেট ও বিটিভি’র নানা প্রোগ্রাম এর সাথে জড়িত ছিলেন।