বিশ্বনাথে স্বর্ণসহ ১০ লক্ষ টাকার মালামাল চুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৪:০৫:১৬ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথের ধীতপুর গ্রামে গতকাল শুক্রবার দিন-দুপুরে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৪টি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি।
বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামের আসর উল্লার পুত্র ব্যবসায়ী হেলাল মিয়া (৩০) জানান, বোনের বিয়ের অনুষ্ঠানে বাড়ির চারটি পরিবারের লোকজনের সবাই গিয়েছিলেন কমিউনিটি সেন্টারে।
অনুষ্ঠানে শেষে বাড়ি ফিরে দেখেন চারটি পরিবারের বসতঘরের তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেছে চোরেরা।
ব্যবসায়ী হেলাল মিয়া আরোও জানান, দুর্বত্তরা ঘরে থাকা ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ টাকা, দামি কাপড়, তার চাচাতো ভাই আইয়ুব আলীর (৬৫) ঘরে থাকা নগদ ৩ হাজার টাকা, কাপড় ও আরেক চাচাতো ভাই তনজব আলীর ঘরে থাকা প্রায় ২০ হাজার টাকা, কাপড় এবং জামাল মিয়ার ঘরে থাকা প্রায় ১৫ হাজার টাকা ও চারটি পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মলিক মিয়া বলেন, এমন ঘটনায় সাধারণ মানুষ হতবাক।
ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য থানা পুলিশের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া জানান, চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।