শাবিপ্রবিতে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শীর্ষক সভা
শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করা প্রয়োজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৫:৫৪:১০ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশ’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল ১০টায় শাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে শাবির ‘প্লাটফর্ম ফর জুলাই জাস্টিসের’ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ও আলোচিত আইনজীবী মানজুর আল মতিন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করা প্রয়োজন।
এছাড়াও তিনি জুলাই বিপ্লব পরবর্তী দেশ গঠন, ভারতীয় মিডিয়ার অপপ্রচার, বর্তমানে চলমান সহিংসতা মোকাবিলা, সংখ্যালঘু নির্যাতন কমানো, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের প্রয়োজনীয়তাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, ‘বাঙালি জাতির ইতিহাস বলে আমাদেরকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যায় না। সর্বশেষ জুলাই বিপ্লবে আমরা তারই প্রতিফলন দেখেছি।
যেখানে স্বৈরশাসকের পতন করতে দেশের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে যায়।’ ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয় উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে এখানে হিন্দু মুসলিমদের লড়াই চলছে। কিন্তু বাস্তবতা সেটি নই। তারা অপপ্রচার চালানোর মাধ্যমে আমাদের দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।
’শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘কিছু মৌলিক বিষয়ে সকলে এক হওয়া প্রয়োজন। আমদের জুলাই বিপ্লব ছিল ভিন্নমত প্রকাশের স্বাধীনতার জন্য।
রাজনৈতিক সমস্যা নিরসনে বিরাজনীতি মনোভাব লালন করা ঠিক না। আমাদের কাজ করতে হবে তাদের জন্য যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের স্বপ্নগুলো নিয়ে।
বিপ্লব পরবর্তী সময়ে ঘরে বসে না থেকে দেশ সংস্কারে একসাথে কাজ করা যেভাবে দেশের প্রয়োজনে আমরা একসাথে রাস্তায় নেমেছিলাম।’