এলবিপিসি প্রতিনিধি দলের সাথে সিলেট প্রেসক্লাবের মতবিনিময়
দুই প্রেসক্লাবের মধ্যে টুইনিংলিংক স্থাপনের তাগিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৫, ৬:৩২:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : লন্ডন বাংলা প্রেসক্লাবের (এলবিপিসি) প্রতিনিধি দলের সাথে সিলেট প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা দুই প্রেসক্লাবের মধ্যে টুইনিংলিংক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন।
তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রবাসীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, বিমান ভাড়ার ক্ষেত্রে বৈষম্য নিরসনসহ অন্যান্য ইস্যু নিয়ে দুই প্রেসক্লাব একত্রে কাজ করতে পারে। এ নিয়ে দুই প্রেসক্লাব প্রয়োজনে পৃথক কমিটি গঠন করতে পারে বলে তারা মত প্রকাশ করেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে এলবিপিসি প্রতিনিধি দলের সাথে সিলেট প্রেসক্লাব সদস্যদের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাবেক সভাপতি মহিব চৌধুরী ও মো: এমদাদুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, অর্গানাইজিং সেক্রেটারি আকরাম হোসেন ও কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কয়েছ বক্তব্য রাখেন।
সিলেট প্রেসক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন-ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাবেক সহ-সভাপতি এনামুল হক জুবের, আ ফ ম সাঈদ, বদরুদ্দোজা বদর, এম এ হান্নান ও আতাউর রহমান আতা, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, ক্লাবের সিনিয়র সদস্য জিয়াউস শামস শাহীন, সাবেক ট্রেজারার কবির আহমদ সোহেল ও কাউসার চৌধুরী, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আহমাদ সেলিম, ক্লাব সদস্য-এম এ মতিন, মো. ফয়ছল আলম, নূর আহমদ, মুহিবুর রহমান, খালেদ আহমদ, ক্লাবের সহযোগী সদস্য ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ প্রমুখ।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক। লন্ডন-বাংলা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, সিলেট প্রেসক্লাব ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সম্পর্ক অনেক পুরনো। সিলেট প্রেসক্লাবের সাথে ওয়ার্কিং রিলেশন গড়ে তুলতে লন্ডন বাংলা প্রেসক্লাব সম্মত-এই মন্তব্য করে তিনি বলেন, কার্যকরী উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই সম্পর্ককে আরো সুদৃঢ় করতে হবে।
এলবিপিসি’র প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী দুই প্রেসক্লাবের মধ্যে টুইনিং লিংক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এলবিপিসি’র সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী বলেন, বর্তমানে ফেইক (ভুয়া) নিউজ মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ ঝুঁকি প্রতিরোধে দুই প্রেসক্লাব কাজ করতে পারে।
এলবিপিসি’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন বলেন, বিমান ভাড়ার ক্ষেত্রে বৈষম্য নিরসন এবং সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট বন্ধ হবার বিষয়ে দুই প্রেসক্লাব সোচ্চার ভূমিকা পালন করতে পারে।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেন, দেশে জমি-জমা নিয়ে অনেক সময় প্রবাসীরা হয়রানির শিকার হন। এ ইস্যুসহ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বিমানবন্দর ইস্যু নিয়ে আমরা একযোগে কাজ করতে পারি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, ক্লাব সদস্য-ফারুক আহমদ, আহবাব মোস্তফা খান, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আনাস হাবিব কলিন্স, নাজমুল কবির পাভেল, এস এ শফি, মো. দুলাল হোসেন, সিন্টু রঞ্জন চন্দ, শাকিলা ববি ও বুশরা নুর প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, রাজনীতিবিদ মাহবুবুল হক চৌধুরী ও চ্যানেল-এস এর ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজু, আমার দেশ-এর চিত্র সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম প্রমুখ।
রুহুল আমিন গাজীর ছেলের কৃতজ্ঞতা প্রকাশ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মরহুম রুহুল আমিন গাজির সহধর্মিনী ও তার যুক্তরাজ্য প্রবাসী ছেলে-আফফান আবরার আমিন গতকাল সিলেট প্রেসক্লাবে আসেন।
এক পর্যায়ে দুই প্রেসক্লাবের মতবিনিময়ে উপস্থিত হয়ে রুহুল আমিন গাজীর ছেলে আফফান আবরার আমিন তার পিতার মৃত্যুর পর সিলেটের সাংবাদিকদের সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার পিতার রুহের মাগফেরাতের জন্য সবার দোয়া কামনা করেন।