দৈনিক সিলেটের ডাকে হেলথ কর্ণারের উদ্বোধন
ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করলে সমাজে পরিবর্তন আসবেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৫, ৪:৪৩:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দৈনিক সিলেটের ডাকে হেলথ কর্ণার খোলা হয়েছে। সাংবাদিক ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল এর প্রচেষ্টায় এই হেলথ কর্ণার চালু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মানবিক এই উদ্যোগের উদ্বোধন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক সিলেটের ডাক’র গেস্ট এডিটর নজরুল ইসলাম বাসন, দৈনিক সিলেটের ডাক’র চিফ রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল, সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স, এনামুল হক রেনু ও ইউনুস চৌধুরী, প্রধান বিজ্ঞাপন ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, বন্দরবাজারস্থ সৌমিত্র ড্রাগ হাউসের কর্ণধার শিবুল কুমার চন্দসহ ডাক পরিবারের অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী বলেন, দৈনিক সিলেটের ডাক মানুষের কল্যাণে কাজ করে। সমাজ পরিবর্তনের পক্ষে কথা বলে। ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করলে সমাজে পরিবর্তন আসবেই। তিনি বলেন, বড় প্রতিষ্ঠানে ছোটখাটো সমস্যা হতে পারে।
সেই জায়গায় বড় কাজগুলোকে গুরুত্ব দেয়া উচিত। এতে মানুষের মধ্যে উদ্দীপনা বাড়ে।
সিলেটের ডাক’র গেস্ট এডিটর নজরুল ইসলাম বাসন বলেন, সিলেটের ডাক মূলধারায় দৈনিক। এই পরিবার সব সময় ব্যতিক্রম। আমরা ভালো কাজে সব সময় মানুষকে অনুপ্রাণিত করি।
তিনি বলেন, সমাজের পরিবর্তনের সাথে সাংবাদিকতায় পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন সহযাত্রী গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক এবং চিকিৎসক জুয়েল পরোপকারী মানুষ। এটি তাঁর বড় গুণ। এই মনোভাব সবার মধ্যে থাকার দরকার।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, চিকিৎসকরা যেভাবে মানুষের কল্যাণে কাজ করেন সাংবাদিকরাও মানুষের সুখ, দু:খ, না বলা কথা সমাজের কাছে তুলে ধরেন। সমাজের অসঙ্গতির পাশাপাশি মানবিক বিষয়গুলোকেও আমরা অধিক গুরুত্ব দিয়ে থাকি।
তিনি ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল এর মানবিক কাজের উদাহরণ দিয়ে বলেন, তিনি সব সময় হাসপাতালের ভালো কাজগুলো দিনশেষে সংবাদপত্রের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন। তার এক প্রচেষ্টায় এই হেলথ কর্ণারও প্রতিষ্ঠিত হয়েছে।
অধ্যাপক ডা. এস এম আসাদুজ্জামান জুয়েল তাঁর বক্তব্যে বলেছেন, সবার মধ্যে দেশপ্রেম থাকা জরুরী। সেটি মানব সেবার মাধ্যমে জাগ্রত করা সম্ভব। যে কোনো মানুষ ইচ্ছে করলে তার অবস্থান থেকে ভালো কাজ করতে পারে। এক্ষেত্রে প্রয়োজন কেবল সেবার মনোভাব, দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
একজন মানুষের ছোট ছোট প্রচেষ্টায় একসময় বড় পরিবর্তন ঘটে সমাজে। তিনি বলেন, হেলথ কর্ণার সিলেটের ডাক পরিবার দিয়ে শুরু হলেও একসময় এই সেবা সিলেটের সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে দেয়া হবে।
হেলথ কর্ণারের সহযোগিতায় ছিলেন একমি’র পক্ষে মোজাহিদুল ইসলাম ও সজীব হোসেন।