সিলেট প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে মুকিম আহমদ
হাসি-খুশি থাকলে ব্যর্থতা কাউকে জেঁকে বসতে পারবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৪:২৩:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ উদ্যোক্তা মুকিম আহমদ বলেছেন, জীবনে সাফল্য পেতে প্রফুল্ল থাকার চেষ্টা করতে হবে।
হাসি-খুশি থাকলে কখনোই ব্যর্থতা কাউকে জেঁকে বসতে পারবে না। ব্যর্থতা জীবনে আসবে-এই মন্তব্য করে তিনি বলেন, তাই বলে হতাশ কিংবা মন খারাপ করলে চলবে না। ভেঙে না পড়ে একটু চেষ্টা করলেই যে কেউ সফল হতে পারবেন।
তিনি বলেন, মানুষের সাথে মানুষের ঝগড়া-ফ্যাসাদ হবে; এটা মনে রাখলেই সমস্যা। এটা ভুলে যেতে হবে। তাইলে সবকিছু করা সম্ভব।
গতকাল রোববার সিলেট প্রেসক্লাব সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় ব্রিকলেনের প্রথম বাংলাদেশী মিলিয়নার মুকিম আহমদ এসব মন্তব্য করেন। ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী কায়েস চৌধুরী।
লন্ডন বাংলা প্রেসক্লাবের আজীবন সদস্য মুকিম আহমদ আরো বলেন, কথা বলতে গেলে চর্চা করতে হবে। এতে করে সুন্দরভাবে কথা বলা যাবে। বক্তারা এভাবে চর্চা করে কথা বলেন। যার কারণে সুন্দর বক্তৃতা দিতে পারেন। আর ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আপনি নফল নামাজ পড়েন, তাহলে কখনো অসুস্থ হবেন না। ধর্মের পথে থাকলে, ধর্ম মানলে কখনোই আপনি বিপদে পড়বেন না।
মুকিম আহমদ আরো বলেন, সত্তরের দশকে ছাত্রাবস্থায় ইংল্যান্ডে যাই। পদার্থ বিজ্ঞান অনার্স থার্ড ইয়ারে পড়ার সময় আমি ইংল্যান্ডে যাই। সেখানে গিয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করি।
তবে, দু’দেশেই ফাইনাল পরীক্ষা দিতে পারেনি। আমি টাকা পয়সা বানানোর মোহে পড়ে পড়াশোনা ছেড়ে দেই। পয়সা কামালেও পড়াশোনার জন্য একটু আফসোস করি।
পড়ালেখা শেষ করে শিক্ষার্থীদের কাজে যোগদানের পরামর্শ তার। তিনি এও বলেন, আপনাকে যদি কেউ উপকার করে, তাহলে ভুলবেন না। সেটার বদলা দেওয়ার চেষ্টা করবেন। এ সময় তিনি সিলেট প্রেসক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময়কালে লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী বলেন, মুকিম আহমদ একজন সৎ ও সাহসী ব্যক্তি।
তার একটি কথা আছে, যে যা করবেন ভালো করে করবেন। তিনি ভালোভাবে ব্যবসা করায় আজ সফল হয়েছেন। তিনি আমাদেরও একই পরামর্শ দিয়েছেন। তিনি একটি বই লিখেছেন যে, কিভাবে আমরা উন্নতি করতে পারি।
এটি পড়লে তার সাফল্য সম্পর্কে জানতে পারবেন। তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে ৪৫ মিনিট হাঁটেন। তারপর সকল কাজ করেন। আমরা অল্পতে ক্লান্ত হয়ে যাই। কিন্তু, তিনি হন না। এজন্য তিনি আজ সফল।
লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, ইংল্যান্ডের বড় বড় পত্রিকায় মুকিম আহমদের নাম যখন আসছিল, তখন বাংলাদেশের নামও মানুষজন চিনতো না।
আগে আমাদের গরীব-দরিদ্র বলা হতো। তাঁর কারণে এখন জানে বাংলাদেশিরা আর দরিদ্র না। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশিরা চলছে। তাঁর কারণে এখন আমরা সম্মান পাই বাঙালি হিসেবে।
আসলেই তিনি একজন ভালো হৃদয়ের মানুষ।
মতবিনিময়ে অন্যান্যের মধ্যে অংশ নেন-সাবেক সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক ট্রেজারার কবির আহমদ সোহেল, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ ও ক্লাব সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। ভোট অব থ্যাংকস প্রদান করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও আবদুল কাদের তাপাদার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, ক্লাব সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. মুহিবুর রহমান, আনাস হাবিব কলিন্স, ফারুক আহমদ, এম এ মতিন, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, সদস্য নাজমুল কবীর পাভেল, এম রহমান ফারুক, সহযোগী সদস্য সেলিম আউয়াল ও এইচ এম শহীদুল ইসলাম প্রমুখ।