সিলেট চেম্বারের সাথে বিবিসিসিআই’র মতবিনিময়
বিনিয়োগ বাড়াতে সিলেটে এনআরবি ইকোনমিক জোন স্থাপন করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৫:২২:০৬ অপরাহ্ন
বিমানের টিকেটের মূল্য সহনীয় রাখা এবং সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ না করারও আহবান
ডাক ডেস্ক : প্রবাসী বিনিয়োগ বাড়াতে সিলেটে এনআরবি ইকোনমিক জোন গঠনের দাবি উঠেছে।
গতকাল রোববার দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (বিবিসিসিআই) নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় উভয় দেশের প্রতিনিধিরা এ দাবি জানিয়ে বলেন, প্রবাসীরা শিক্ষা, চিকিৎসা, পর্যটন, আইসিটি খাতে বিনিয়োগ করতে পারেন।
এজন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সভায় বক্তারা বিমানের টিকেটের মূল্য সহনীয় রাখা এবং সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ না করার পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন।
সিলেট চেম্বার কার্যালয়ে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর প্রতিনিধিদলের প্রধান এবং ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডিরেক্টর মঈন উদ্দিন।
সভার শুরুতে “বিনিয়োগ ও দ্বি-পাক্ষিক ব্যবসা সংক্রান্ত” বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোঃ ফয়সল।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রাক্তন সভাপতি বশির আহমদ, প্রাক্তন সভাপতি ড. ওয়ালি তছরউদ্দিন এমবিই, প্রাক্তন সভাপতি মাতাব মিয়া, শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ই্িঞ্জনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম ইকবাল, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউর রহমান টিটু, দৈনিক সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, হাইটেক পার্ক অথোরিটি সিলেটের উপ সহকারী প্রকৌশলী ফারুক হোসেন, সিলেট চেম্বারের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ফখর উস সালেহীন নাহিয়ান, মোঃ মাহদী সালেহীন, ইউকেবিএটি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, ইউটিএস সোলার এর পরিচালক জিয়া ইসলাম প্রমুখ।
সভায় বিবিসিসিআই প্রতিনিধি দলের প্রধান মঈন উদ্দিন বলেন, নিশ্চয়তা পেলে প্রবাসীরা অবশ্যই দেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন। তিনি সিলেটের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও সিলেটের অবকাঠামোগত উন্নয়ন এবং সিলেট এয়ারপোর্টকে বিশ্বমানের করে গড়ে তুলতে দ্রæত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
স্বাগত বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ও সিলেট চেম্বার দীর্ঘদিন যাবৎ ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইটের গুরুত্ব প্রবাসী সিলেটিদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে-উল্লেখ করে তিনি এ ফ্লাইট চালু রাখার পক্ষে মতামত দেন। আভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটে বিমানের টিকেটের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ আব্দুস সামাদ, পরিচালক কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সারোয়ার হোসেন ছেদু , সায়েম আহমদ, আরিফ হোসেন, মোঃ মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, মোহাম্মদ নূরুল ইসলাম, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল মুমিন, জাহাঙ্গির হক, আতাইর খান, সিলেট চেম্বারের সদস্য মাসনুন আকিব বড়ভ‚ইয়া, আনোয়ার হোসেন চৌধুরী সেলিম, ফুয়াদ মোঃ খায়রুল ইসলাম, এখন টিভির সিনিয়র রিপোর্টার গুলজার আহমদ, চ্যানেল এস ইউকে এর প্রতিনিধি মঈন উদ্দিন মঞ্জু, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক প্রমুখ।