সিলেট স্ট্রাইকার্স খেলবে রংপুরের সাথে
বিপিএল সিলেট পর্ব আজ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৫:২৬:০৬ অপরাহ্ন
বদরুদ্দোজার বদর :
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার শুরু হচ্ছে বিপিএল সিলেট পর্বের খেলা। রংপুর রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। দুপুর দেড়টায় শুরু হবে প্রথম ম্যাচটি। সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলবে বরিশাল ও রাজশাহী।
ঢাকা পর্বে ১টি ম্যাচ খেলেছে সিলেট। ৩৪ রানে রংপুরের সাথে হেরেছে। রংপুর ৩টি ম্যাচ খেলে সব কটিতেই জিতেছে।
অপরদিকে বরিশাল ২ ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। আর রাজশাহী ৩ ম্যাচ খেলে এক ম্যাচ জিতেছে। গতকাল বিকালে বিসিবি ডাইরেক্টর নাজমুল আবেদিন ফাহিম সিলেট ক্রিকেট স্টেডিয়ামের উইকেট পর্যবেক্ষণ করেন। উইকেট ও আউটফিল্ডের প্রশংসা করে তিনি সিলেট পর্বের ম্যাচগুলোতে প্রচুর রান হওয়ার আশা রাখেন।
এবারের বিপিএলে মিরপুর স্টেডিয়ামে প্রথম পর্বে হাইস্কোরিং ম্যাচ হয়েছে। সিলেট পর্বেও বড় বড় ইনিংসের ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।