প্রখ্যাত জীন বিজ্ঞানী ডা: আবেদ চৌধুরীর সিলেট আকবেট অফিস পরিদর্শন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৫:৩৯:২৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : নগরীর হাউজিং এস্টেটস্থ আকবেট অফিস গতকাল রোববার পরিদর্শন করেন পঞ্চব্রিহী ধানের আবিষ্কারক, জীন বিজ্ঞানী ডা: আবেদ চৌধুরী।
অফিস পরিদর্শনকালে তার কাছে আকবেটের চলমান প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন আকবেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম। ডা: আবেদ চৌধুরী চলমান প্রকল্পের শিক্ষক ও শ্রমজীবী শিশুদের সাথে এক সভায় মিলিত হন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আকবেট বর্তমানে সিলেটের ১৮টি ওয়ার্ডে গৃহস্থালি কাজে নিয়োজিত ৪০০ শ্রমজীবী শিশুর শিক্ষা ও পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে।