শাল্লায় বিএনপির রাষ্ট মেরামতের ৩১ দফা র্শীষক কর্মশালা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৩:৫৩:৪৭ অপরাহ্ন
শাল্লা থেকে নিজস্ব সংবাদদাতা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতের ৩১দফা র্শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
এতে সম্মানিত আলোচক শাল্লা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিশ্বনাথ দাস ৩১ দফার মধ্যে প্রথম দফা থেকে ১০ দফা পর্যন্ত, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খাইরুল ইসলাম ১১ দফা হতে ২০ দফা পর্যন্ত এবং চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মিল হক সোহাগ ২১ দফা হতে ৩১ দফা পর্যন্ত পাঠ করেন এবং বিস্তারিত আলোচনা করেন।
উপজেলা বিএনপি নেতা আব্দুল করিমের তত্ত্বাবধায়নে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশুর যৌথ পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন।
কুরআন তেলাওয়াত করেন মাওলানা অলিউর রহমান। গীতা পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী।