চুনারুঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সেনাপ্রধান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৫, ৪:৫৯:৩৮ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে চুনারুঘাটের নরপতি গ্রামে শীতকালীন মহড়া, শীতবস্ত্র বিতরণ ও মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
কনকনে শীতে ঠাণ্ডা নিবারণে শীতবস্ত্র, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে বেশ আনন্দিত উপকারভোগীরা।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধপত্র বিতরণ এবং ভেটেরিনারি ক্যাম্পেইন চলমান রয়েছে। আগামীতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সোমবার বিকাল ৩টায় সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টারযোগে পৌর শহরের ডিসিপি হাইস্কুল মাঠে অবতরণ করেন সেনাপ্রধান। এরপর সড়কপথে গাড়িতে করে উপজেলার নরপতিতে অস্থায়ী সেনাক্যাম্পে যান তিনি।
সেখানে সেনাসদস্যরা বিভিন্ন কসরত প্রদর্শন করেন। সেখানে সেনাবাহিনী কর্তৃক স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে ৩০০ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া ২৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।